(71) তিনি বললেনঃ যদি তোমরা একান্ত কিছু করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে।
(72) আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় প্রমত্ত ছিল।
(73) অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।
(74) অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম।
(75) নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
(76) জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে।
(77) নিশ্চয় এতে ঈমানদারদের জন্যে নিদর্শণ আছে।
(78) নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল।
(79) অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত।
(80) নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে।
(81) আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি। অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়।
(82) তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত।
(83) অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল।
(84) তখন কোন উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল।
(85) আমি নভোমন্ডল, ভুমন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কেয়ামত অবশ্যই আসবে। অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপক্ষো করুন।
(86) নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা, সর্বজ্ঞ।
(87) আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি।
(88) আপনি চক্ষু তুলে ঐ বস্তুর প্রতি দেখবেন না, যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্যে দিয়েছি, তাদের জন্যে চিন্তিত হবেন না আর ঈমানদারদের জন্যে স্বীয় বাহু নত করুন।
(89) আর বলুনঃ আমি প্রকাশ্য ভয় প্রদর্শক।
(90) যেমন আমি নাযিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর।