(35) অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
(36) এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।
(37) গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
(38) তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
(39) এবং যা তোমরা দেখ না, তার-
(40) নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
(41) এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
(42) এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
(43) এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
(44) সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
(45) তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
(46) অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
(47) তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
(48) এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।
(49) আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।
(50) নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
(51) নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
(52) অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।
المعارج Al-Ma'aarij
(1) একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-
(2) কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
(3) তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।
(4) ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
(5) অতএব, আপনি উত্তম সবর করুন।
(6) তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,
(7) আর আমি একে আসন্ন দেখছি।
(8) সেদিন আকাশ হবে গলিত তামার মত।
(9) এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
(10) বন্ধু বন্ধুর খবর নিবে না।