قريش Quraish
(1) কোরাইশের আসক্তির কারণে,
(2) আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।
(3) অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার
(4) যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
الماعون Al-Maa'un
(1) আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
(2) সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
(3) এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
(4) অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
(5) যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
(6) যারা তা লোক-দেখানোর জন্য করে
(7) এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
الكوثر Al-Kawthar
(1) নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
(2) অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
(3) যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।