(61) যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
(62) মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
(63) অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
(64) আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
(65) এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
(66) অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
(67) নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
(68) আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
(69) আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
(70) যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
(71) তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
(72) ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
(73) অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
(74) তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
(75) ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
(76) তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
(77) বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
(78) যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
(79) যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
(80) যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
(81) যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
(82) আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
(83) হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর