(26) রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন।
(27) নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
(28) আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।
(29) এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
(30) আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
(31) তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।
المرسلات Al-Mursalaat
(1) কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
(2) সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
(3) মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
(4) মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
(5) ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
(6) ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
(7) নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
(8) অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
(9) যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
(10) যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
(11) যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
(12) এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
(13) বিচার দিবসের জন্য।
(14) আপনি জানেন বিচার দিবস কি?
(15) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
(16) আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
(17) অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
(18) অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
(19) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।