(10) এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
(11) সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।
القارعة Al-Qaari'a
(1) করাঘাতকারী,
(2) করাঘাতকারী কি?
(3) করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
(4) যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
(5) এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
(6) অতএব যার পাল্লা ভারী হবে,
(7) সে সুখীজীবন যাপন করবে।
(8) আর যার পাল্লা হালকা হবে,
(9) তার ঠিকানা হবে হাবিয়া।
(10) আপনি জানেন তা কি?
(11) প্রজ্জ্বলিত অগ্নি!
التكاثر At-Takaathur
(1) প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
(2) এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
(3) এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(4) অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(5) কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
(6) তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
(7) অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
(8) এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।