(45) এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
(46) একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
(47) পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
(48) এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
(49) তিনি শিরা নক্ষত্রের মালিক।
(50) তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
(51) এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
(52) এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
(53) তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
(54) অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
(55) অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
(56) অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
(57) কেয়ামত নিকটে এসে গেছে।
(58) আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
(59) তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
(60) এবং হাসছ-ক্রন্দন করছ না?
(61) তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
(62) অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
القمر Al-Qamar
(1) কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
(2) তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।
(3) তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।
(4) তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।
(5) এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না।
(6) অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে,