(25) তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
(26) বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
(27) তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
(28) বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
(29) তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
(30) এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
(31) আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
(32) আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
(33) তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
(34) অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
(35) তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
(36) এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
(37) না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
(38) তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
(39) তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
(40) তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
(41) তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
(42) ফল-মূল এবং তারা সম্মানিত।
(43) নেয়ামতের উদ্যানসমূহ।
(44) মুখোমুখি হয়ে আসনে আসীন।
(45) তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
(46) সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
(47) তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
(48) তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
(49) যেন তারা সুরক্ষিত ডিম।
(50) অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
(51) তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।