(103) যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
(104) তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
(105) তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
(106) নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
(107) আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
(108) আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
(109) ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
(110) এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
(111) সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
(112) আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
(113) তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
(114) আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
(115) তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
(116) আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
(117) আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
(118) এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
(119) আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
(120) মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
(121) এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
(122) তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
(123) নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
(124) যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
(125) তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
(126) যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?