(137) এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
(138) আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
(139) অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
(140) এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
(141) সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
(142) যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
(143) আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
(144) অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
(145) আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
(146) তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
(147) উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
(148) শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
(149) তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
(150) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
(151) এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
(152) যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
(153) তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
(154) তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
(155) সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।
(156) তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
(157) তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
(158) এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
(159) আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।