(207) তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
(208) আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
(209) স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
(210) এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
(211) তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না।
(212) তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
(213) অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
(214) আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
(215) এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
(216) যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
(217) আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
(218) যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
(219) এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
(220) নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
(221) আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
(222) তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
(223) তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
(224) বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
(225) তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
(226) এবং এমন কথা বলে, যা তারা করে না।
(227) তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।