التين   سورة  : At-Tin


سورة Sura   التين   At-Tin
التين At-Tin
بِّسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ (1) وَطُورِ سِينِينَ (2) وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ (3) لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ (4) ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ (5) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ (6) فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ (7) أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ (8)
العلق Al-Alaq
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ (1) خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ (2) اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ (3) الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (4) عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ (5) كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ (6) أَن رَّآهُ اسْتَغْنَىٰ (7) إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ (8) أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ (9) عَبْدًا إِذَا صَلَّىٰ (10) أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ (11) أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ (12) أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ (13) أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ (14) كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ (15) نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ (16) فَلْيَدْعُ نَادِيَهُ (17) سَنَدْعُ الزَّبَانِيَةَ (18) كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩ (19)
الصفحة Page 597
التين At-Tin
(1) শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
(2) এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
(3) এবং এই নিরাপদ নগরীর।
(4) আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
(5) অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
(6) কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
(7) অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
(8) আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
العلق Al-Alaq
(1) পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
(2) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
(3) পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
(4) যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
(5) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
(6) সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
(7) এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
(8) নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
(9) আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
(10) এক বান্দাকে যখন সে নামায পড়ে?
(11) আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
(12) অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
(13) আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
(14) সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
(15) কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
(16) মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
(17) অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
(18) আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
(19) কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022