العصر   سورة  : Al-Asr


سورة Sura   العصر   Al-Asr
الصفحة Page 601
العصر Al-Asr
(1) কসম যুগের (সময়ের),
(2) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
(3) কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
الهمزة Al-Humaza
(1) প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
(2) যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
(3) সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
(4) কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
(5) আপনি কি জানেন, পিষ্টকারী কি?
(6) এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
(7) যা হৃদয় পর্যন্ত পৌছবে।
(8) এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
(9) লম্বা লম্বা খুঁটিতে।
الفيل Al-Fil
(1) আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
(2) তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
(3) তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
(4) যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
(5) অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022