(84) এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
(85) এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
(86) এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
(87) এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
(88) যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
(89) কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
(90) জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
(91) এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
(92) তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
(93) আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
(94) অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
(95) এবং ইবলীস বাহিনীর সকলকে।
(96) তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
(97) আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
(98) যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
(99) আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
(100) অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
(101) এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
(102) হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
(103) নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
(104) আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
(105) নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
(106) যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
(107) আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
(108) অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
(109) আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
(110) অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
(111) তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?