(52) এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
(53) তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
(54) অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
(55) এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
(56) আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
(57) আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
(58) আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
(59) অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
(60) অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।
الطور At-Tur
(1) কসম তূরপর্বতের,
(2) এবং লিখিত কিতাবের,
(3) প্রশস্ত পত্রে,
(4) কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,
(5) এবং সমুন্নত ছাদের,
(6) এবং উত্তাল সমুদ্রের,
(7) আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,
(8) তা কেউ প্রতিরোধ করতে পারবে না।
(9) সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
(10) এবং পর্বতমালা হবে চলমান,
(11) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,
(12) যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়।
(13) সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।
(14) এবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে,