(50) আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।
(51) আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি?
(52) তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
(53) ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
(54) খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
(55) যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।
الرحمن Ar-Rahmaan
(1) করুনাময় আল্লাহ।
(2) শিক্ষা দিয়েছেন কোরআন,
(3) সৃষ্টি করেছেন মানুষ,
(4) তাকে শিখিয়েছেন বর্ণনা।
(5) সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
(6) এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
(7) তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
(8) যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
(9) তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
(10) তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
(11) এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
(12) আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
(13) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
(14) তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
(15) এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
(16) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?