(17) তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
(18) পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
(19) যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
(20) আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
(21) এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
(22) তথায় থাকবে আনতনয়না হুরগণ,
(23) আবরণে রক্ষিত মোতির ন্যায়,
(24) তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
(25) তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
(26) কিন্তু শুনবে সালাম আর সালাম।
(27) যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
(28) তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
(29) এবং কাঁদি কাঁদি কলায়,
(30) এবং দীর্ঘ ছায়ায়।
(31) এবং প্রবাহিত পানিতে,
(32) ও প্রচুর ফল-মূলে,
(33) যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
(34) আর থাকবে সমুন্নত শয্যায়।
(35) আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
(36) অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
(37) কামিনী, সমবয়স্কা।
(38) ডান দিকের লোকদের জন্যে।
(39) তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
(40) এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
(41) বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
(42) তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
(43) এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
(44) যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
(45) তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
(46) তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
(47) তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
(48) এবং আমাদের পূর্বপুরুষগণও!
(49) বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
(50) সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।