(31) পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
(32) উদ্যান, আঙ্গুর,
(33) সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
(34) এবং পূর্ণ পানপাত্র।
(35) তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
(36) এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
(37) যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
(38) যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
(39) এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
(40) আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।
النازعات An-Naazi'aat
(1) শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
(2) শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
(3) শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
(4) শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
(5) শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
(6) যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
(7) অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
(8) সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
(9) তাদের দৃষ্টি নত হবে।
(10) তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
(11) গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
(12) তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
(13) অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
(14) তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
(15) মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?