(112) নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
(113) তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
(114) আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
(115) আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
(116) তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
(117) নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
(118) অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
(119) অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
(120) এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
(121) নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
(122) নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
(123) আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
(124) তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
(125) আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
(126) অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
(127) আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
(128) তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
(129) এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
(130) যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
(131) অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
(132) ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
(133) তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,
(134) এবং উদ্যান ও ঝরণা।
(135) আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
(136) তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।