الليل   سورة  : Al-Lail


سورة Sura   الليل   Al-Lail
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى (15) الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ (16) وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى (17) الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ (18) وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ (20) وَلَسَوْفَ يَرْضَىٰ (21)
الضحى Ad-Dhuhaa
وَالضُّحَىٰ (1) وَاللَّيْلِ إِذَا سَجَىٰ (2) مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ (3) وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ (4) وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ (5) أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ (6) وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ (7) وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ (8) فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ (9) وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ (10) وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ (11)
الشرح Ash-Sharh
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ (1) وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ (2) الَّذِي أَنقَضَ ظَهْرَكَ (3) وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ (4) فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (5) إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (6) فَإِذَا فَرَغْتَ فَانصَبْ (7) وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب (8)
الصفحة Page 596
(15) এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
(16) যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
(17) এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
(18) যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
(19) এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
(20) তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
(21) সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
الضحى Ad-Dhuhaa
(1) শপথ পূর্বাহ্নের,
(2) শপথ রাত্রির যখন তা গভীর হয়,
(3) আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
(4) আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
(5) আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
(6) তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
(7) তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
(8) তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
(9) সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
(10) সওয়ালকারীকে ধমক দেবেন না।
(11) এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
الشرح Ash-Sharh
(1) আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
(2) আমি লাঘব করেছি আপনার বোঝা,
(3) যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
(4) আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
(5) নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
(6) নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
(7) অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
(8) এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।
 


اتصل بنا | الملكية الفكرية DCMA | سياسة الخصوصية | Privacy Policy | قيوم المستخدم

آيــــات - القرآن الكريم


© 2022